reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ডিসেম্বর, ২০১৭

জ্বালানী খাতে সোয়া ৫৮ কোটি ডলার দিচ্ছে এডিবি

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং রিলায়েন্স বিদ্যুৎ প্রকল্পের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ঋণ অর্থায়ন এবং আংশিক ঝুঁকি গ্রান্টি মিলিয়ে ৫৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার প্রদান করবে। এডিবির পরিচালনা পর্যদ সভায় বাংলাদেশের জন্য এই অর্থ অনুমোদন করা হয়েছে। রাজধানী ঢাকার নিকটবর্তী মেঘনাঘাট এলাকায় অবস্থিত রিলায়েন্স বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন দক্ষতা এবং চট্টগ্রামের কুতুবদিয়ায় এলএনজি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধিতে এই অর্থ ব্যয় করা হবে। এতে বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানী অবকাঠামোখাতে উল্লেখ্যযোগ্য পরিবর্তন আসবে বলে এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এডিবির প্রাইভেট সেক্টর অপারেশনস্ ডিপার্টমেন্টের মহাপরিচালক মাইকেল বারো বলেন, রিলায়েন্স বিদ্যুৎ প্রকল্পের সঙ্গে এডিবির অংশীদারিত্ব বাংলাদেশে জ্বালানী অবকাঠামো খাতের উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতেও সহায়তা করবে। প্রাকৃতিক গ্যাসের বিপুল চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ বহুমুখী গ্যাস ব্যবহারের ওপর গুরুত্বারোপ করছে। এলএনজি আমদানির সুযোগ গ্যাস নির্ভর শিল্প-কারখানার দেশে উৎপাদিত গ্যাসের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এডিবি,ডলার,জ্বালানী খাত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist