reporterঅনলাইন ডেস্ক
  ২১ সেপ্টেম্বর, ২০১৭

‘বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করুন’

বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের জন্য চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে সফররত আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে চীনের ফুজিয়ান প্রদেশের চেয়ারম্যান ইউ কোয়ানের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ নেতারা এ আহ্বান জানান। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত সোমবার রাত সোয়া ১২টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দলটি চীনের রাজধানী বেজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। সেখানে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থানকালে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের নেতৃত্বাধীন এই দলে যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ছাড়াও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক ফজিলাতুননেসা ইন্দিরা, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আইনবিষয়ক সম্পাদক স ম রেজাউল করিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য দীপঙ্কর তালুকদার রয়েছেন।

অক্টোবর বিপ্লবের শতবার্ষিকী উপলক্ষে চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টি আয়োজিত মার্কসবাদের বিভিন্ন দিক নিয়ে সেমিনারসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতেই চীনে গেছে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি। তবে সম্প্রতি রোহিঙ্গা সঙ্কট জটিল আকার ধারণ করার প্রেক্ষাপটে রোহিঙ্গা ইস্যুটিই প্রতিনিধি দলের আলোচনার মূল এজেন্ডা হবে বলে দলীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিনিয়োগ,আওয়ামী লীগ,বাংলাদেশ ও চীন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist