reporterঅনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট, ২০১৭

ট্রেন-বাসের অগ্রীম টিকেট আগামীকাল থেকেই

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল শুক্রবার থেকেই রেল ও দূরপাল্লার বাসের আগ্রীম টিকেট বিক্রি শুরু হচ্ছে। রেলওয়ের অগ্রীম টিকেট ২২ আগষ্ট পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও চট্রগ্রম রেলস্টেশনের নির্ধারিত স্থানে বিশেষ ব্যবস্থাপনায় প্রতিদিন সকাল ৮ টা থেকে দেওয়া হবে। আর বিভিন্ন পরিবহনের দূরপাল্লার বাসের অগ্রীম টিকেট প্রতিদিন সকাল ৬ টা থেকে পরিবহনগুলোর নিজ-নিজ টিকেট কাউন্টারের নির্ধারিত স্থানগুলোতে পাওয়া যাবে। এছাড়াও ঈদ-উল-আজহার ৫ দিন পূর্বে আগামী ২৮ আগষ্ট হতে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। এর পাশাপাশি আগামী ২৯ আগষ্ট (মঙ্গলবার) থেকে ৭ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে। রেলপথ মন্ত্রী মুজিবুল হক আজ বৃহস্পতিবার রেলভবনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। তিনি বলেন,আগামী ২৭ আগষ্টের ট্রেনযাত্রীদের টিকেট আগামীকাল শুক্রবার,২৮ আগস্টের যাত্রীদের টিকেট ১৯ আগস্ট, ২৯ আগস্টের যাত্রীদের ২০ আগস্ট, ৩০ আগস্টের যাত্রীদের ২১ আগস্ট এবং ৩১ আগস্টের ট্রেনযাত্রীদের অগ্রীম টিকেট ২২ আগস্ট বিক্রি করা হবে। রেলপথ সচিব (ভারপ্রাপ্ত) মো: মোফাজ্জেল হোসেন ও রেলওয়ের মহাপরিচালক মো: আমজাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এর আগে গতকাল বুধবার এক অনুষ্ঠানে রেলমন্ত্রী জানিয়েছিলেন, আগামী ১৯ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রেন-বাস,অগ্রীম টিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist