reporterঅনলাইন ডেস্ক
  ১২ আগস্ট, ২০১৭

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে বাড়ল এক হাজার ৫১৬ টাকা।

রোববার থেকে নতুন এ দর কার্যকর হবে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৮ হাজার ৬৩৮ টাকা দরে। গত ২৮ জুলাই থেকে এ মানের স্বর্ণ ভরিপ্রতি ৪৭ হাজার ১১২ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম ১ হাজার ৫২৬ টাকা বেড়েছে।

২২ ক্যারেটের পাশাপাশি দাম বেড়েছে ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণেরও।

বাজুস নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ৪৫ হাজার ১৯৮ টাকা থেকে এক হাজার ১২৮৪ টাকা বেড়ে বিক্রি হবে ৪৬ হাজার ৪৮০ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণ ১ হাজার ১৬৬ টাকা বেড়ে ভরি প্রতি বিক্রি হবে ৪০ হাজার ৮২৫ টাকা দরে।

অন্যদিকে, সনাতন স্বর্ণ ভরিপ্রতি ২৫ হাজার ৬৬১ টাকা থেকে ৫৮৩ টাকা বেড়ে বিক্রি হবে ২৬ হাজার ২৪৪ টাকায়।

এদিকে, সব ধরনের স্বর্ণের দর বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দর। বর্তমানে দেশে ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে এক হাজার ৫০ টাকায়।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বর্ণ,দাম,বাড়ল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist