reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুলাই, ২০১৭

নতুন মুদ্রানীতি আগামীকাল

নতুন ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য আগামীকাল বুধবার প্রথম মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির আগামীকাল সকালে ২০১৭-২০১৮ অর্থবছরের প্রথম অর্ধাংশের মুদ্রানীতি প্রতিবেদন তুলে ধরবেন। সতর্কতামূলক অবস্থান বজায় রেখে এবং বিনিয়োগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মূল্যস্ফীতি প্রভৃতিকে গুরুত্ব দিয়ে এবারের মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে। তিনি বলেন, ২০১৭-২০১৮ অর্থবছরের প্রথম অর্ধাংশের মুদ্রানীতিতে আমরা বড় ধরনের কোন পরিবর্তন আনব না। মুদ্রানীতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেন, ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট এবং রাজস্ব নীতি অনুসারে মুদ্রানীতি প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। তিনি জানান, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই নীতিকে আরও ফলপ্রসু করার লক্ষ্যে অর্থনীতিবিদ, বিভিন্ন উদ্যোক্তাদের সাথে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, উদ্যোক্তাদের কাছ থেকে ইতিমধ্যে বিভিন্ন প্রস্তাবনা এসেছে। সেসব পরামর্শ বিশ্লেষণের পরে আমরা মুদ্রানীতি প্রতিবেদন চূড়ান্ত করছি।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুদ্রানীতি,২০১৭-২০১৮ অর্থ বছর,বাংলাদেশ ব্যাংক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist