reporterঅনলাইন ডেস্ক
  ২১ জুলাই, ২০১৭

‘কুড়িল-পূর্বাচল লিংক রোডের পাশ হবে আইকনিক খাল’

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানীর হাতিরঝিলের মতো আরেকটি নান্দনিক এলাকা হবে কুড়িল-পূর্বাচল লিংক রোডের দু’পাশ। এখানে একটি খাল খনন করা হবে, যা হবে ‘আইকনিক খাল’। এই খালের কাজ শেষ হবে ২০১৮ সালের মধ্যে। আজ শুক্রবার বেলা ১১টায় কুড়িল-পূর্বাচল লিংক রোডের পাশে ‘১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন প্রকল্প’ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এই সময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিস, রাজউকের প্রকল্প পরিচালক নুরুল ইসলাম, ১০০ ফুট চওড়া খাল খনন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নিজাম উদ্দিন আহমেদ, প্রকল্প ম্যানেজার মো. হোসেন, পিএসসি ও প্রকল্প কর্মকর্তা মেজর নূর মো. সিদ্দিক সেলিম প্রমুখ। মোশাররফ হোসেন বলেন, খাল খননের অবস্থা দেখে মনে হচ্ছে, কাজ শেষ হলে হাতিরঝিলের মতো চমৎকার দৃশ্য ফুটে উঠবে। বুয়েটের ডিজাইনে রাজউকের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন চলছে। তিনি আরো বলেন, যেহেতু সেনবাহিনী এ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে, তাই আমরা দৃঢ়ভাবে বলতে পারি, ২০১৮ সালের মধ্যেই এটির কাজ শেষ হবে। আর বিলম্বিত হওয়া প্রকল্পগুলো যেকোনোভাবে ২০১৮ সালের মধ্যে শেষ করতে আমি রাজউকের নতুন চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি।

পিডিএসও/ইমন/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইকনিক খাল,কুড়িল-পূর্বাচল লিংক রোড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist