reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মে, ২০২০

স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু রোববার

দেশে করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটি শেষে আগামী ৩১ মে থেকে ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন কার্যক্রম চালু হবে। আগের নিয়মে সকাল ১০টার সময় লেনদেন শুরু হয়ে শেষ হবে বিকাল ৪টায়।

বৃহস্পতিবার এ বিষয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই নির্দেশনা বলা হয়েছে, সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হচ্ছে আগামী ৩০ মে। ফলে ৩১ মে থেকে ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন করতে হবে। তবে অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, স্বাভাবিক ব্যাংকিংয়ের পাশাপাশি স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে হবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মকর্তা, কর্মচারী ও সন্তানসম্ভবা নারীদের কর্মস্থলে উপস্থিত হতে বিরত রাখতে হবে। আর ব্যাংকিং পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, তা বাংলাদেশ ব্যাংকের ‘অব সাইট সুপারভিশন’ বিভাগকে জানাতে হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য অধিদফতর বা প্রশাসনের ঘোষিত করোনাভাইরাস সংক্রমিত মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত লেনদেন করতে হবে। তবে অফিসের প্রয়োজনে বিকাল চারটা পর্যন্ত খোলা রাখা যাবে।

এছাড়া গণপরিবহন সীমিত চলাকালীন সময়ে কর্মীদের যাতায়াতের জন্য ব্যাংক নিজে দায়িত্ব গ্রহণ করবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্যাংক,ব্যাংকিং কার্যক্রম,লেনদেন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close