নিজস্ব প্রতিবেদক

  ২৭ ফেব্রুয়ারি, ২০২০

উৎসবমুখর পরিবেশে আইইবির নির্বাচন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে, শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে দেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহৎ পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর দ্বিবার্ষিক (২০২০-২০২১ মেয়াদের) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে আইইবি’র ১৮টি কেন্দ্র, ৩২টি উপকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শুরুর পর থেকেই ব্যাপক আগ্রহ ও শান্তিপূর্ণভাবে প্রকৌশলীরা তাদের ভোট দেন। নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের সহঅবস্থানে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

নির্বাচনে নিরাপত্তার স্বার্থে ৪ প্লাটুন পুলিশের পাশাপাশি আনসার, স্কাউটসহ সেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। নির্বাচনে ভোটাররা ওএমআর সিটের মাধ্যমে ভোট দেন। এখন মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হচ্ছে।

এবারের নির্বাচনে আইইবি সদর দফতরে ১০টি পদের বিপরীতে ৪২ জন প্রার্থী, ২৭টি কেন্দ্রীয় কাউন্সিল মেম্বার পদের জন্য ১৮০ জন, ৭টি বিভাগীয় কমিটির ৮৮টি পদের বিপরীতে ১৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আইইবি ঢাকা কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ৯জন এবং ৩০টি লোকাল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ১১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, ঢাকায় ১২টি পদের বিপরীতে ২২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ১৪ জন এবং ৮টি লোকাল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, চট্টগ্রামে ৮টি পদের বিপরীতে ১০জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

আইইবি খুলনা কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ৬ জন এবং ১৯টি লোকাল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। আইইবি রাজশাহী কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ১০ জন এবং ২১টি লোকাল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৮ হাজার ৮০৮ জন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইইবি,দ্বিবার্ষিক নির্বাচন,ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close