reporterঅনলাইন ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি, ২০২০

গ্লোবাল এইচআর লিডার অ্যাওয়ার্ড পেলেন শামীমা

নিটল-নিলয় ডিভিশনের মানবসম্পদ বিভাগের প্রধান শামীমা আখতার খানম গ্লোবাল এইচআর লিডার অ্যাওয়ার্ড পেয়েছেন।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। মানব সম্পদ বিভাগের কর্মকর্তাদের ওই আয়োজনে ১৩৩ টি দেশের দুই হাজারের বেশি পেশাজীবী এতে অংশ নেন।

এবার কংগ্রেসের মূল প্রতিপাদ্য ছিল, লিডারশিপ এইচআর টেক, সাসটেইনেবিলিটি, কোচিং, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, ট্রান্সফরমিং এইচ আর এবং হ্যাপিন্যাস অব ওয়ার্কপ্লেস।

পুরস্কারের পাশাপাশি ’হাউ ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ড্রাইভস অ্যাকুইজিশন’ শীর্ষক পর্বে বক্তব্য দেন শামীমা। মানব সম্পদ বিভাগে ১২ বছর ধরে কর্মরত শামীমা বর্তমানে নিলয় মটরস লিমিটেডের এইচআর বিভাগের নেতৃত্ব দিয়ে আসছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানবসম্পদ,নিটল-নিলয়,অ্যাওয়ার্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close