নিজস্ব প্রতিবেদক

  ১৪ জানুয়ারি, ২০২০

বাণিজ্যমেলায় ছাড়ের ‘ছড়াছড়ি’

রাজধানী ঢাকায় চলছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ উপলক্ষে ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারা দিচ্ছেন নানা ছাড়। ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন পণ্যে। গৃহস্থালি পণ্য, শিশুদের খেলনা, নারীদের গহনা, নারী-পুরুষের পোশাক এবং খাবার-দাবারসহ সব ধরনের পণ্যে বিশেষ ছাড় দিয়েছে স্টলগুলো। আর এ সুযোগে নিজেদের পছন্দ মতো প্রয়োজনীয় সব ধরনের পণ্য কোনো দরদাম ছাড়াই কিনছেন ক্রেতারা।

গতকাল সোমবার বিকালে মেলা ঘুরে দেখা গেছে, বেঙ্গল প্লাস্টিকের স্টলে তাদের যেকোনো পণ্যে দেওয়া হচ্ছে ১০ শতাংশ ছাড়। এদিকে, প্রতিবারের মতো এবারও স্টল নিয়েছে বাংলাদেশ জেল। এ স্টলে রয়েছে কারাগারের কয়েদিদের বানানো পণ্যের সমাহার। রয়েছে কাঠের তৈরি সিংহাসন, বেতের তৈরি মোড়া, প্লাস্টিকের মোড়া, কাঠের নৌকা, সুতি তোয়ালে, টি-শার্ট, পাঞ্জাবি, শার্ট, লুঙ্গি, পুঁথির কলমদানিসহ শতাধিক পণ্য। দামও রয়েছে সাধের মধ্যে। দর্শনার্থীরা একবার হলেও স্টলে ঢুঁ-মারছেন।

কারাগারের সাজাপ্রাপ্ত কয়েদিদের বানানো এসব পণ্যগুলোর লাভের অর্ধেক অংশ চলে যাবে তাদের পকেটে। চাইলে লাভের টাকা কয়েদির পরিবারের কাজে লাগাতে পারবেন। অথবা মুক্তির পর টাকা নিয়ে যেতে পারবেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, দোতলা এ স্টলে পণ্যের পসরা সাজানো আছে। নির্দিষ্ট পণ্য কিনলে কম্পিউটারের মাধ্যমে ক্রেতাদের পণ্যের মূল্য রশিদ দেওয়া হচ্ছে। স্টলটিতে কর্মরত সবাই কারাগারের স্টাফ, জেলার কিংবা জেল পুলিশ। সকাল থেকে রাত পর্যন্ত দুই শিফটে ডিউটি করেছেন এসব কর্মকর্তারা। ছাড়ের বিষয়ে বেঙ্গল প্লাস্টিকের স্টলের সেলসে থাকা সানজিদা শারমিন বলেন, সব পণ্যে ১০ শতাংশ ছাড় ছাড়াও ২ হাজার থেকে ১০ হাজার টাকার পণ্য কিনলে ১২ শতাংশ ছাড়। আর ১০ হাজারের অধিক টাকার পণ্য কিনলে ১৫ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, প্লাস্টিকের বাটি, প্লেট, গ্রাস, টিফিন বক্স, ওয়াটার বোটল ১টি কিনলে একটি ফ্রি দেয়া হচ্ছে। মিনিমাম ৩০০ টাকার পণ্য কিনলে সারপ্রাইজ গিফট দেয়া হয়। আছে ঢাকা সিটির জন্য ফ্রি হোম ডেলিভারি।

আখতার ফার্নিচারের কর্মকর্তা মো. আবদুল মালেক তুর্য জানান, তাদের বিভিন্ন পণ্যের ওপর ৫ থেকে ১৫ শতাংশ ছাড় দেয়া হচ্ছে।

খুচরা স্টলগুলোর মধ্যে মিয়াকু তাদের স্টলে ১০টি ফ্রি অফার আছে। ২১ হাজার ৫০০ টাকার ওভেন কিনলে টিভি, হটপট, রুটি মেকারসহ ১০টি পণ্য ফ্রি দিচ্ছে তারা।

জুয়েলারি দোকানগুলোর মধ্যে ছোট দোকানগুলোতে মেয়েদের চুড়ি, চেন, বালা, ব্রেসলেটসহ পণ্যগুলোতে বিশেষ ছাড় দেয়া হচ্ছে। এছাড়া বিদেশি স্টলগুলোতে যেকোনো পণ্য কিনলেই তারা ৫০ শতাংশ ছাড় দিচ্ছে ক্রেতাদের।

শিশুদের খেলনার দোকানগুলোতে চলছে ১০-২০ শতাংশ ছাড়। পোশাকের মধ্যে নারীদের থ্রিপিসের অফার রয়েছে আকর্ষণীয়। পোশাক খাতের প্রতিটি স্টলে ১টি কিনলে তার সঙ্গে ১টি কিংবা ২টি কিনলে ১টি থ্রিপিস ফ্রি দেওয়া হচ্ছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাণিজ্যমেলা,ক্রেতা,বিক্রেতা,ছাড়ের অফার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close