reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জুন, ২০১৯

এবার জিডিপিতে প্রবৃদ্ধির লক্ষ্য ৮.২ শতাংশ

আগামী ২০১৯-২০ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, চলতি ২০১৮-১৯ অর্থবছরে জিডিপিতে সাময়িক প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ১৩ শতাংশ। এই অর্থবছরের মার্চ পর্যন্ত মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৪ শতাংশ। এর আগে ২০১৭-১৮ অর্থবছরে জিডিপিতে ৭ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল।

আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে আগামী বাজেট ১২ দশমিক ৬১ শতাংশ বড়। আগামী ৩০ জুন এই বাজেট পাস হবে।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। আর ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা। এছাড়া প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জিডিপি,প্রবৃদ্ধি,মোট দেশজ উৎপাদন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close