reporterঅনলাইন ডেস্ক
  ০১ এপ্রিল, ২০১৯

ঢাকায় প্রথমবার ‘ওয়াও ফেস্টিভ্যাল’

রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ওয়াও ঢাকা ২০১৯ ফেস্টিভ্যাল’।

ফেস্টিবলের অংশীদারিত্ব করছে ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিল ও যুক্তরাজ্যভিত্তিক ওয়াও ফাউন্ডেশন। সাউথ ব্যাংকের সহযোগিতায় এ ফেস্টিভ্যাল চলবে আগামী ৫ ও ৬ এপ্রিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফেস্টিভ্যাল সম্পর্কে ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক ফেস্টিভ্যালগুলো নারী ও কিশোরীদের সফলতা ও অর্জনগুলো উদযাপন এবং বিশ্বজুড়ে তারা যে ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয় তার ওপর আলোকপাত করেই অনুষ্ঠিত হয়। এ আয়োজনের প্রধান উদ্দেশ্য হচ্ছে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে উৎসাহ ও সহযোগিতা দেওয়া।

এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রিউ নিউটন, হেড অব আর্টস নাহিন ইদ্রিস, মঙ্গলদীপের প্রতিষ্ঠাতা এবং ওয়াও ঢাকা ফেস্টিভ্যালের কিউরেটর সারা জাকের এবং বহ্নিশিখার প্রতিষ্ঠাতা তাশাফি হোসেন।

সবার জন্য এ ফেস্টিভ্যাল উন্মুক্ত থাকবে। তবে তার আগে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। নিবন্ধন করা যাবে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওয়াও,ওয়াও ফেস্টিভ্যাল,ব্রিটিশ কাউন্সিল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close