reporterঅনলাইন ডেস্ক
  ১০ ডিসেম্বর, ২০১৮

‘দেশের উন্নয়নে রাজস্ব আহরণের বিকল্প নেই’

ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ এই স্লোগান সামনে রেখে ‘ভ্যাট সপ্তাহ’ উদযাপন শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে জাতীয় ভ্যাট দিবস উদযাপন করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

এসময় তিনি বলেন, দেশের উন্নয়নে রাজস্ব আহরণের বিকল্প নেই। মানুষকে ভ্যাট-ট্যাক্স প্রদানে দেশ প্রেমে উদ্বুদ্ধ করছি। তবে রাজস্ব আহরণ করতে গিয়ে যাতে কোনো ব্যবসায়ী যাতে হয়রানির মুখে না পড়ে। তাদের কাছ থেকে আইনগতভাবে রাজস্ব আদায় করবেন। কোনো প্রকার নির্যাতন নিষ্পেষণের জায়গায় যেন আমরা না যাই।

মোশাররফ হোসেন বলেন, জনবহুল এ দেশে বর্তমানে যে ভ্যাট আদায় হচ্ছে তার চেয়ে বেশি পাওয়ার কথা। কিন্তু পাচ্ছি না। সেই জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চিত্র নায়ক ফেরদৌস, অভিনেতা আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া এনবিআর সদস্য রেজাউল হাসান, সদস্য (ভ্যাট নীতি) শাহনাজ পারভীন, সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) জিয়াউদ্দিন মাহমুদ, সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), কানন কুমার রায়, সদস্য (কর নীতি), সদস্য (বোর্ড প্রশাসন) খান মো. বিলাল এবং ভ্যাট ও শুল্ক বিভাগের কর্মকর্তাসহ এনবিআরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। ঢাকাসহ সারা দেশে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এটি উদযাপন করা হচ্ছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতীয় ভ্যাট দিবস,জাতীয় রাজস্ব বোর্ড,মোশাররফ হোসেন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close