reporterঅনলাইন ডেস্ক
  ২৮ নভেম্বর, ২০১৮

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পেছালো

২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯ পেছানো হচ্ছে। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটের কারণে মেলা এক সপ্তাহ পেছানো হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক রমজান আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিন বলেন, প্রতি বছর ১ জানুয়ারি থেকে মেলা শুরু হলেও এবার নির্বাচন উপলক্ষে এর সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগামী (ডিসেম্বর) মাসে একটি মিটিং হবে। এরপর আমরা মেলা শুরু হবার সঠিক তারিখ জানাতে পারব। তবে জানুয়ারির ১০ তারিখের মধ্যেই মেলা উদ্বোধন হবে আশা করছি। এর বেশি দেরি করা হবে না। কারণ ফেব্রুয়ারি মাসে বই মেলাও রয়েছে।

এ মাসের মধ্যে স্টল বরাদ্দ শেষ হবে। এ পর্যন্ত ৪৩টি বিদেশি প্রতিষ্ঠান আবেদন করেছে। এর মধ্যে নতুন বেশ কয়েকটি দেশ রয়েছে। গতবার থেকে এবার বিদেশিদের আগ্রহ অনেক বেশি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে বলেও জানান তিনি।

ইপিবি সূত্রে জানা গেছে, এবারের মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন মিলিয়ে প্রায় সাড়ে পাঁচশ প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা রয়েছে।

এ পর্যন্ত ৫২১টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার, ইকোপার্কসহ নতুন অনেক কিছুই থাকছে। অব্যবস্থাপনা রোধে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিদফতরের কর্মকর্তা সার্বক্ষণিক নজরদারি করবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা,বাণিজ্য মেলা,পেছালো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close