reporterঅনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর, ২০১৮

বিশ্ব ডিম দিবসে বিনামূল্যে সিদ্ধডিম বিতরণ

বিশ্ব ডিম দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ করবে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।

জাতীয় প্রেস ক্লাবের সামনে, কারওয়ান বাজার, মিরপুর এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকায় শ্রমজীবী মানুষ, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ করা হবে। এছাড়াও বিভিন্ন শিশু সদন ও এতিমখানা এবং বৃদ্ধাশ্রমের সদস্যদের জন্যও বিনামূল্যে ডিম প্রদান করা হবে।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব ডিম দিবস দিবসটি যৌথভাবে উদযাপন গতবারের মতো এবারও যৌথভাবে উদযাপন করবে পোল্ট্রি সংশ্লিষ্ট ৭টি অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত বিপিআইসিসি এবং মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতর (ডিএলএস)।

এ বছর বিশ্বব্যাপী ডিম দিবসের থিম হচ্ছে প্রোটিন ফর লাইফ। আমাদের দেশে এবারের স্লোগান হচ্ছে সুস্থ সবল জাতি চাই, সব বয়সেই ডিম খাই।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্ব ডিম দিবস,সিদ্ধ ডিম,ডিম,বিপিআইসিসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close