reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

কৃষিঋণ বিতরণ বেড়েছে

চলতি ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয় মাসে (আগস্ট) আগের মাসের তুলনায় কৃষিঋণ বিতরণ বৃদ্ধি পেয়েছে ৮৩ শতাংশ। আগস্টে ২ হাজার ২৩৬ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। আলোচ্য মাসে ২ হাজার ৯০ কোটি টাকা বিতরণ করেছে ব্যাংক খাত।

অন্যদিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বিতরণ করেছে ১৪৫ কোটি টাকা। আগস্টে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বিতরণ করেছে ৭৯৩ কোটি টাকা, যা মোট বিতরণের ৪৪ শতাংশ। অন্যদিকে বিদেশি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করেছে ১ হাজার ২৯৭ কোটি টাকা, যা মোট বিতরণের ৬৬ শতাংশ।

উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরে মোট ২১ হাজার ৮০০ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা ২০১৭-১৮ অর্থবছরের তুলনায় প্রায় ৬.৮৬ শতাংশ বেশি। কৃষি ও পল্লীঋণের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় চলতি অর্থবছরে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য ৯ হাজার ৮৭৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ১১ হাজার ৯২৫ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

২০১৭-১৮ অর্থবছরে ২০ হাজার ৪০০ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সে ক্ষেত্রে ২১ হাজার ৩৯৩.৫৫ কোটি টাকা বিতরণে সক্ষম হয় ব্যাংকগুলো, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০৫ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরে একই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও, সে বছরে প্রায় ১৮ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণ করতে সক্ষম হয় ব্যাংকগুলো।

২০১৭-১৮ অর্থবছরের তুলনায় চলতি এ বছরের একই সময়ে (দুই মাসে) মোট কৃষিঋণ বিতরণের দিক থেকে পিছিয়ে ব্যাংক খাত। গত অর্থবছরের জুলাই ও আগস্টে বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো বিতরণ করেছিল নির্ধারিত লক্ষ্যমাত্রার ১৮.৩৭ শতাংশ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বিতরণ করেছিল ৮.৪২ শতাংশ। এ বছর একই সময়ে এর হার কমে দাঁড়িয়েছে ১০.৮৮ শতাংশ এবং ৮.০৩ শতাংশ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কৃষিঋণ,কৃষিঋণ বিতরণ,বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close