reporterঅনলাইন ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

গণপরিবহনের ফিটনেসে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চান মালিকরা

রাজধানীতে গণপরিবহনের ফিটনেস, প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছেন বাস মালিকরা। সে পর্যন্ত রাজধানীতে চলাচলকারী গাড়ির বিরুদ্ধে পুলিশের অভিযান শিথিল রাখার দাবি জানিয়েছেন তারা।

আজ সোমবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে মহানগর নাট্যমঞ্চে আয়োজিত বিশেষ সাধারণ সভায় এ দাবি জানানো হয়।

মালিকদের এ বিশেষ সাধারণ সভায় সভাপতির বক্তব্যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সংকটের কারণে বিআরটিএ চালকের যোগ্যতা শিথিল করেছে। আমাদেরকেও গাড়ির কাগজপত্র হালনাগাদ ও ফিটনেস ঠিক করার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হোক।

তিনি আরও বলেন, বিআরটিএর মিরপুর ও ইকুরিয়া কার্যালয় দিনরাত খোলা রেখে গাড়ির ফিটনেস দেয়া হচ্ছে। তবুও তা পর্যাপ্ত নয়। তাই আমাদের সময় দেয়া হোক। তার বক্তব্যে হাত উঠিয়ে সায় দেন বাস মালিকরা। এ সময় সড়ক পরিবহন আইনে তাদের দাবি মানা না হলে জাতীয় নির্বাচনের পর আন্দোলনে যাওয়ার হুমকিও দেন কয়েকজন পরিবহন নেতারা।

প্রসঙ্গত, নিরাপদ সড়ক দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে গণপরিবহনের কাগজপত্র হালনাগাদ ও ফিটনেস যাচাইয়ে পুলিশের অভিযান চলছে। এই প্রেক্ষিতে বাস মালিকরা এ সভার আয়োজন করে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গণপরিবহন,বাস মালিক,ফিটনেস টেস্ট,বিআরটিএ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close