reporterঅনলাইন ডেস্ক
  ২৯ আগস্ট, ২০১৮

চট্টগ্রামে হচ্ছে আন্তর্জাতিক মেগা স্টিল কনফারেন্স

দেশে প্রথমবারের মতো দুই দিনব্যাপী 'বাংলাদেশ স্টিল ২০১৮' নামে আন্তর্জাতিক মেগা স্টিল কনফারেন্স চট্টগ্রামের হোটেল র‌্যাডিসনে হতে যাচ্ছে।

আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই কনফারেন্সে যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, চীন, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইতালি, অস্ট্রিয়া, সিঙ্গাপুর, ভারত, ভিয়েতনাম, বাংলাদেশসহ অনেক দেশের স্টিল মিল ম্যানুফেকচারার, সাপ্লায়ার ও কনসালটেন্ট, স্টিল ইউজার বিশেষজ্ঞগণ স্টিল বিষয়ে মতবিনিময় এবং নতুন প্রযুক্তি প্রদর্শন করবেন।

কনফারেন্সে বাংলাদেশসহ বিশ্বের স্টিল মার্কেট/বাজার আধুনিকায়ন, বিশ্বের নতুন টেকনোলজির উদ্ভাবন ও কাঁচামালের সরবরাহ বৃদ্ধি বিষয়ে ব্যাখ্যা দেবেন। এতে বিভিন্ন সেশনে লৌহ ও ইস্পাত বিষয়ে ভিন্ন ভিন্ন আলোচনা অনুষ্ঠিত হবে। সঙ্গে স্টলের মাধ্যমে পণ্য প্রদর্শিত হবে।

ইস্পাত শিল্পের বিকাশ এ আয়োজনের প্রধান উদ্দেশ্য। স্টিল বিষয়ক এ কনফারেন্সের অভিজ্ঞতা দেশে ইস্পাত শিল্পের এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা যায়। ভারতের স্টিল গ্রুপ এ কনফারেন্সের আয়োজক। পিএইচপি ফ্যামিলি, বিএসআরএস, আরএসআরএমসহ দেশের স্টিল প্রতিষ্ঠানগুলো এ কনফারেন্সে অংশগ্রহণ করবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ স্টিল ২০১৮,মেগা স্টিল কনফারেন্স,চট্টগ্রাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close