reporterঅনলাইন ডেস্ক
  ১২ আগস্ট, ২০১৮

ঈদের পর পেঁয়াজের দাম কমবে : বাণিজ্যমন্ত্রী

ঈদের পর পেঁয়াজের দাম কমে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাজারে পেঁয়াজের দাম বাড়ার কারণ জানতে চাইলে রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ভারতে অতিবৃষ্টির কারণে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। বাজারে তার একটা প্রভাব এবং ঈদের একটা প্রভাব পড়েছে। আশা করছি, ঈদের পর পেঁয়াজের দাম কমে যাবে।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনা যারাই ঘটিয়েছে, সরকার তাদেরকে খুঁজে বের করতে কার্পণ্য করবে না।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় ঝিগাতলার মোড়ে মুখোশপরা যারা হামলায় অংশ নিয়েছিল, এরা কারা। এদেরকেও খুঁজে বের করতে হবে।’

নির্বাচনকালীন সরকারে কারা থাকবে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়েই নির্বাচনকালীন সরকার গঠিত হবে। সেখানে বিএনপির থাকার কোনও সুযোগ নাই। কারণ বর্তমান সংসদে বিএনপির কোনও প্রতিনিধিত্ব নাই।’

এর আগে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জু সাক্ষাৎ করেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পেঁয়াজের দাম,বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close