reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুলাই, ২০১৮

রূপপুর প্রকল্প : দ্বিতীয় ইউনিট নির্মাণের জন্য লাইসেন্স প্রদান

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) রুশ নকশা অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট নির্মাণের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে লাইসেন্স দিয়েছে। রোববার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই লাইসেন্স হস্তান্তর করা হয়েছে বলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর নিশ্চিত করেছেন।

এর মাধ্যমে নির্মিতব্য ইউনিটের নকশাটির নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। রাশিয়ার এটমস্ত্রইএক্সপোর্ট (এএসই) ইঞ্জিনিয়ারিং কোম্পানি জেনারেল কন্ট্রাকটর হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ প্রকল্পে কাজ বাস্তবায়ন করছে।

এএসই গ্রুপ অব কোম্পানিজের প্রেসিডেন্ট ভ্যালেরি লিমারেনকা বলেন, জেনারেল কন্ট্রাক্টর হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ সম্পর্কিত সকল দায়িত্ব পালন করছে এএসই ইঞ্জিনিয়ারিং কোম্পানি। প্রথম এনার্জি ইউনিটের নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। ১৪ জুলাই দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর ভবনের উদ্বোধনের ভিত্তিতে প্রথম কনক্রিট ঢালাইয়ের প্রস্তুতি চলছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রূপপুর প্রকল্প,বায়েরা,বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist