reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুন, ২০১৮

ব্যাংকঋণে সুদের হার কমিয়ে আনার ঘোষণা

ব্যাংকঋণের সুদের হার এক অঙ্কে (সিঙ্গেল ডিজিট) নামিয়ে আনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)। বুধবার রাজধানীর গুলশানে এ বিষয়ে ঘোষণা দেয় বিএবি।

ঘোষণা অনুযায়ী, তিন মাস মেয়াদী আমানতে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ দেবে ব্যাংকগুলো। ঋণে ৯ শতাংশের বেশি সুদ নেবে না। ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। কোনো ব্যাংক এ সিদ্ধান্ত অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শিগগিরই এ বিষয়ে তারা আরো একটি বৈঠক করবেন বলে জানান তিনি। বৈঠকে দেশের বেসরকারি খাতের প্রায় সব ব্যাংকের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি ব্যাংকের তারল্য সংকটে (নগদ টাকা) ব্যাংকিং খাতে সুদের হার অনেক বেড়ে যায়। বেশি সুদে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা কঠিন হয়ে পড়েছিল উদ্যোক্তাদের।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক,বিএবি,ব্যাংকঋণ,সুদের হার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist