reporterঅনলাইন ডেস্ক
  ১০ জুন, ২০১৮

কমলাপুর ছাড়লো ঈদের প্রথম ট্রেন

ঢাকা ছাড়ছে মানুষ

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা ছেড়ে যেতে শুরু করেছে মানুষ। আজ প্রথম দিনের মতো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রা শুরু হয়েছে। যাত্রার প্রথম দিনেই ছিল উপচেপড়া ভিড়।

তবে রোববার সকাল ৬টা ২০ মিনিটে দিনের প্রথম ট্রেন সুন্দরবনের যাত্রা হওয়ার কথা থাকলেও সেটি ৫০ মিনিট দেরিতে যাত্রা করে খুলনার উদ্দেশে। এ নিয়ে যাত্রীদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়লে সবাই উপকৃত হতো বলে মন্তব্য করেন লাইজু নামে এক যাত্রী। তিনি বলেন, ৬টা ২০ মিনিটে এই ট্রেন ছাড়ার কথা থাকলেও ছাড়ছে ৭টা ১৫ মিনিটে।

আজ ট্রেনে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ উপস্থিত হন। যাত্রীদের অনেকেই ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে চড়ে বসেন। যদিও এতে জীবনের ঝুঁকি রয়েছে। কিন্তু তারপরও বাড়ি যেতে হবে। আর তাতেই ঝুঁকি নিতেও রাজি তারা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঈদুল ফিতর,ঈদের ট্রেন,ঈদযাত্রা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist