reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জুন, ২০১৮

ওষুধ রফতানি হচ্ছে ১৪৫ দেশে

বাংলাদেশে উৎপাদিত ওষুধ ১৪৫টি দেশে রফতানি হচ্ছে। এ থেকে ২০১৭ সালে ৩ হাজার ১৯৬ কোটি টাকা আয় বাংলাদেশ এসেছে। দেশে উৎপাদিত ওষুধের চাহিদা মিটিয়ে এ রফতানি হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশকালে এ কথা জানান।

তিনি বলেন, ওষুধ উৎপাদনেও আমাদের অর্জন গর্ব করার মতো। দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ মেটানোর পর বাংলাদেশে উৎপাদিত ওষুধ এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। ২০১৭ সালে বিশ্বের ১৪৫টি দেশে ৩ হাজার ১৯৬ কোটি টাকার ওষুধ রপ্তানি করা হয়েছে। বিশ্বে বাংলাদেশে উৎপাদিত ওষুধের বিশেষ সুনাম রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এরইমধ্যে আমরা ‘ওষুধ নীতি ২০১৬’ জারি করেছি। বাংলাদেশের ওষুধ উৎপাদন প্রতিষ্ঠান পরিদর্শন করা এখন সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা, সেখানে কোনও ওষুধের গন্ধ নেই বা ওষুধের বর্জ্য দেখা যায় না।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওষুধ রফতানি,বাংলাদেশে উৎপাদিত ওষুধ,অর্থমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist