reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জুন, ২০১৮

রফতানি আয়ে সুবাতাস

নিট পোশাক ও ওভেন পোশাক খাতে সাফল্য

দেশের রফতানি আয়ে সুবাতাস বইছে। চলতি অর্থবছরের মে মাসে দেশের রফতানি আয় আগের অর্থবছরের মে মাসের চেয়ে প্রায় ৯ শতাংশ বেড়েছে। গত মাসে ৩৩২ কোটি ২৪ লাখ ডলার মূল্যের পণ্য রফতানি হয়েছে। জুলাই ২০১৭ থেকে গত মে মাস পর্যন্ত রফতানি আয়ের সবচেয়ে বড় দুইটি খাত নিট পোশাক ও ওভেন পোশাক ভালো সাফল্য দেখিয়েছে। এই দুইটি খাতে রফতানি আয় গত বছরের একই সময়ের চেয়ে বেড়েছে। পাশাপাশি তা কৌশলগত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে।

উল্লিখিত সময়ে সামগ্রিকভাবে তৈরি পোশাক খাতে রফতানি আয় গত বছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। আর লক্ষ্যমাত্রার চেয়ে বেড়েছে ৩ দশমিক ২৪ শতাংশ। এই সময়ে ওভেন পোশাকে আয় হয়েছে ১ হাজার ৪১৮ কোটি ৮৫ লাখ ডলার। গত বছর একই সময়ে ১ হাজার ৩১১ কোটি ৯৮ লাখ ডলার মূল্যের ওভেন পোশাক রফতানি হয়েছিল।

এক বছরের ব্যবধানে রফতানি আয় বেড়েছে ৮ দশমিক ১৫ শতাংশ। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ২৯ শতাংশ বেশি। আলোচিত সময়ে নিট পোশাকে রফতানি আয় ১১ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩৯৪ কোটি ডলার হয়েছে। এই খাতে রফতানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ২৯ শতাংশ বেশি। গত বছরের মে মাসে রফতানির পরিমাণ ছিল ৩০৪ কোটি ৭৬ লাখ ডলার।

এক বছরের ব্যবধানে মে মাসে আয় বেড়েছে ২৭ কোটি ৪৮ লাখ ডলার। তবে গত বছরের চেয়ে বাড়লেও রফতানি আয় তার লক্ষ্যমাত্রাকে ছুঁতে পারেনি। গত মে মাসের জন্য রফতানি আয়ের কৌশলগত লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩৩৮ কোটি ডলার। প্রকৃত রফতানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৭ শতাংশ কম।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রফতানি,রফতানি আয়,অর্থবছর,পোশাক খাত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist