নিজস্ব প্রতিবেদক

  ৩১ মে, ২০১৮

কাউন্টারে ভিড় : বিক্রি হচ্ছে অনলাইনেও

বাসের ঈদ টিকিট বিক্রি চলছে

রোজার ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল প্রথম দিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে টিকিটের জন্য ভিড় করেন যাত্রীরা। এ সময় টিকিট পেয়ে যেমন আনন্দ প্রকাশ করতে দেখা গেছে যাত্রীদের; তেমনি কাক্সিক্ষত দিনের টিকিট না পেয়ে হতাশাও ব্যক্ত করেছেন অনেকে।

প্রতিবারের মতো এবারও বেশি দামে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। গতকাল শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস কাউন্টারে গিয়ে ঈদের অগ্রিম টিকিটের জন্য যাত্রীদের ভিড় দেখা গেছে। যাত্রীদের অধিকাংশই ১৪ জুনের টিকিট চাইছেন। তবে কাউন্টারের টিকিট বিক্রেতারা বলছেন, এখন অনলাইনে বাসের টিকিট কাটার সুযোগ থাকায় অন্যবারের তুলনায় ভিড় কম।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন ঈদুল ফিতর উদ্যাপন হওয়ার কথা। ১৬ জুন ঈদের দিন ধরে রেখে দুদিন আগে ঘরে ফিরবেন বলে ১৪ জুনের টিকিটই বেশি চাচ্ছেন যাত্রীরা। কিন্তু প্রথম দিন দুপুরের মধ্যেই অধিকাংশ কাউন্টার থেকে ‘টিকিট নেই’ বলে জানিয়ে দেওয়া হয়েছে।

মহাখালী বগুড়াগামী শাহ ফতেহ আলী বাসের কাউন্টারে কথা হয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া হানিফুল ইসলাম অভির সঙ্গে। তার সঙ্গে টিকিট কাউন্টারে এসেছে শিশু ভাগ্নে রূপাই। দুপুরে অভি বললেন, সেই সকাল থেকে অপেক্ষা করছি, সকাল ৯টার দিকে এসে শুনি যে ১৪ তারিখের কোনো টিকিট নেই। পরিবারের সবার সঙ্গে যাব বাড়িতে। ১৩ তারিখের দুটি টিকেট পেয়েছি। এখন অন্য দিনের টিকিট কাটতে হবে। এক সঙ্গে যাওয়া হলো না।

কল্যাণপুরে অগ্রিম টিকিটে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রী আলতাফ হোসেন। তিনি কাটতে এসেছিলেন নওগাঁর টিকিট। বললেন, ভাড়া এখন থেকেই বেশি নিচ্ছে। তবু টিকিট যে পাওয়া গেল, আমি এতেই খুশি। তিনি জানান, অন্য সময়ের চেয়ে এখন ১০০ টাকা বেশি করে চাইছে। তবে নির্ধারিত দিনের টিকিট না পেয়ে তিনি ক্ষোভও জানান।

কল্যাণপুরে টিকিট বিক্রি নিয়ে কথা হয় শ্যামলী পরিবহনের টিকিট ব্যবস্থাপক মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানান, কল্যাণপুরের প্রধান কাউন্টার থেকে সব রুটের নন-এসি পরিবহনের টিকিট বিক্রি করছেন তারা। ভলভোর টিকিট মিলবে শ্যামলী ও গাবতলী কাউন্টারে। সকাল সাড়ে ১১টার দিকে তিনি জানান, ১৪ জুনের অগ্রিম টিকেট বিক্রি সব শেষ।

অতিরিক্ত ভাড়া আদায়ের কথা স্বীকার করে এসআর ট্রাভেলসের এজিএম মোস্তফা রশীদ বলেন, যাত্রী বিবেচনায় আমরা কম ভাড়াই নেই। কিন্তু এখন সেটা নেওয়া হচ্ছে না। যাওয়ার সময় যাত্রী পাচ্ছি, কিন্তু আসার পথে আর যাত্রী পাই না।

অনলাইনেও বিক্রি হচ্ছে টিকিট : অনলাইনে বাসের টিকিট কাটার সুবিধা থাকায় এই ঈদ মৌসুমে বাসে কাউন্টারে ভিড় কিছুটা কম লক্ষ করা গেছে। আগাম বিক্রির প্রথম দিন গতকাল বিভিন্ন পরিবহন কোম্পানির কার্যালয় থেকে এ তথ্য জানা যায়। সহজ ডটকম ও বাস ডটকম ডট বিডি নামক ওয়েব সাইটের মাধ্যমে যাত্রীরা বাসের টিকিট সংগ্রহ করছেন বলে বিভিন্ন বাস কাউন্টার থেকে জানা গেছে।

কল্যাণপুরে শ্যামলী বাস কাউন্টারের কর্মীরা জানান, অনলাইনে টিকিট বিক্রির সুবিধায় তাদের কাজ অনেক সহজ হয়ে গেছে। কাউন্টারেও বিশৃঙ্খলা নেই। ভিড়ও কম। একজন কর্মী মোবাইলে বলেন, তাদের টিকিট বুকিং বেশি অনলাইনেই।

এ ব্যাপারে সহজ ডটকমের মাধ্যমে টিকিট পাওয়া রশিদ বলেন, অনলাইনে টিকিট কাটার সুবিধা থাকায় পরিশ্রম কম। পেরেশানি, পরিশ্রম ও হুড়োহুড়ি থেকে রক্ষা। সহজ ডটকমের কাস্টমার সার্ভিসে কল করে জানা গেল গত ঈদের চেয়ে এবারের ঈদে তাদের মাধ্যমে টিকিট সংগ্রহকারীর সংখ্যা বেশি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাসের টিকিট,টিকিট বিক্রি,যাত্রী,ঈদযাত্রা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist