reporterঅনলাইন ডেস্ক
  ১২ এপ্রিল, ২০১৮

পবিত্র মাহে রমজানে সাশ্রয়ী মূল্যে দেশী চিনি বিক্রির উদ্যোগ

আসন্ন পবিত্র মাহে রমজানে ক্রেতা-ভোক্তাদের সুবিধার্থে সাশ্রয়ী মূল্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দেশীয় চিনি বিক্রির বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্। তিনি বলেন, চিনির বাজার স্থিতিশীল রাখতে শিল্প মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) উদ্যোগে আয়োজিত এক ‘রোড-শো’ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত চিনিকলে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আখের দামও বাড়ানো হয়েছে। এর ফলে আখ চাষিরা উৎপাদন বাড়াতে উৎসাহিত হচ্ছে। রোড শো রাজধানীর দিলকুশায় অবস্থিত চিনিশিল্প ভবন থেকে শুরু হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। শিল্পসচিবের নেতৃত্বে এতে বিএসএফআইসি’র চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন,শিল্প মন্ত্রণালয় ও বিএসএফআইসি’র কর্মকর্তা,কর্মচারী, চিনি ডিলার, বিক্রয় প্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। পরে ‘রোড-শো’ উদ্বোধন উপলক্ষে চিনি শিল্পভবনের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দেশী চিনি,সাশ্রয়ী মূল্য,পবিত্র মাহে রমজান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist