reporterঅনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল, ২০১৮

জিডিপির প্রবৃদ্ধি হবে ৬.৫ শতাংশ : বিশ্বব্যাংক

চলতি অর্থবছরের (২০১৭-১৮) জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ হবে বলে ধারণা করছে বিশ্বব্যাংক। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ১০ মাসে জিডিপি প্রবৃদ্ধির হার ৭.৬৫ শতাংশ হয়েছে।

সোমবার সকালে শেরে বাংলা নগরে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট-২০১৮ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন প্রকাশের সময় সংস্থাটির মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন সম্ভাব্য জিডিপির এমন পূর্বাভাস দেন।

এরআগে গত মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছিল ৭ দশমিক ৪ শতাংশ। তবে এই ১০ মাসেই নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে প্রবৃদ্ধি। যেখানে গত বছর প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ২৮ শতাংশ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্বব্যাংক,জিডিপি প্রবৃদ্ধি,বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist