reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মার্চ, ২০১৮

কমেছে সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। বিয়ের মৌসুম শেষে সব ধরনের সোনার দাম ভরিতে এক হাজার টাকার বেশি কমল। আগামীকাল সোমবার থেকে নতুন এই দাম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে শীতের শুরু থেকে কয়েক দফায় বেড়ে সোনার দাম প্রতি ভরি ৫০ হাজার টাকার উপরে ওঠে।সর্বশেষ সোনার দাম বাড়ানো হয়েছিল গত ২৫ জানুয়ারি। আর এখন সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে (১১.৬৬৪ গ্রাম) এক হাজার ২৮৩ টাকা কমে হচ্ছে ৫০ হাজার ৭৫২ টাকা। অন্যান্য মানের সোনার দামও প্রায় একই হারে কমেছে।

দাম কমার পর বাজারে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের সোনা (২২ ক্যারেট) ৫০ হাজার ৭৫২ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৮ হাজার ৬৯৭ টাকা। ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৩ হাজার ৬২৩ টাকা। সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ২৬ হাজার ৪১৯ টাকায়।

এদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় স্থানীয় বাজারেও দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন বাজুস সাধারণ সম্পাদক দীলিপ কুমার আগারওয়াল। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক সোনার দাম কামানো হয়েছে। আগামীকাল থেকে নতুন এই দর কার্যকর হবে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেছে,সোনার দাম,বাজুস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist