reporterঅনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি, ২০১৮

আখাউড়া স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ

ভারতের ত্রিপুরা নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার থেকে এ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হবে।

বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে শনিবার ও আজ রোববার সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার কথা জানিয়েছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

এদিকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা ইন্ট্রিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, আজ রোববার ত্রিপুরা রাজ্যসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য সেখানকার ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি ও রফতানি বন্ধ রাখার কথা জানিয়েছে। ফলে এ দুই দিন বন্দরে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হবে।

আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের সহকারী উপপরিদর্শক পেয়ার আহমেদ জানান, ত্রিপুরার নির্বাচন উপলক্ষে যাত্রী পারাপার বন্ধ রাখার কোনো নির্দেশনা এখন পর্যন্ত আমরা পাইনি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ত্রিপুরা নির্বাচন,আখাউড়া স্থলবন্দর,আমদানি-রফতানি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist