কাজী আবুল মনসুর, চট্টগ্রাম ব্যুরো

  ২৫ জানুয়ারি, ২০১৮

চট্টগ্রামে বিদ্যুৎ খাতের উন্নয়নে মহাপরিকল্পনা

মহেশখালীর মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎকেন্দ্রের নকশা

বিদ্যুৎ খাতের উন্নয়নে মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর গুরুত্বপূর্ণ অংশের বাস্তবায়িত হবে বৃহত্তর চট্টগ্রামকে ঘিরে। মহেশখালী মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎকেন্দ্র, চট্টগ্রামে ডুয়েল ফুয়েল-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, কাপ্তাই এ নতুন বিদ্যুৎ স্থাপন, তিন পার্বত্য জেলায় ৫৭০ কোটি টাকার প্রকল্প গ্রহণ, বাঙাল হালিয়ায় সোলার বিদ্যুৎকেন্দ্র স্থাপন, সাবমেরিন কেবলের মাধ্যমে সন্দ্বীপে বিদ্যুৎ নিয়ে যাওয়াসহ বহুমুখী কর্মযজ্ঞ শুরু হয়েছে। একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে প্রিপেইড মিটার বিল প্রদানসহ নানা গণমুখী কাজ ও চলছে।

এ বিষয়ে আলাপকালে চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী প্রবীর সেন বলেন, জনসংখ্যা ও অর্থনীতির আকার বাড়ার পাশাপশি বাড়ছে বিদ্যুতের চাহিদাও। ২০৪১ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা বাড়বে কয়েকগুণ। এই অবস্থায় বিদ্যুৎ খাতের উন্নয়নে মহাপরিকল্পনা নিয়েছে সরকার। সারাদেশের মতো চট্টগ্রাম অঞ্চলেও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, গ্রিড নেটওয়ার্ক ও বিতরণ নেটওয়ার্ক তৈরির বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। মহেশখালী মাতারবাড়িতে ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে ১০ হাজার ৩১৪ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে প্রায় দুই লাখ কোটি টাকা ব্যয়ে আর্থ-সামাজিক ও মানব উন্নয়নসহ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আরো ১০ হাজার মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সমীক্ষা করা হচ্ছে। চট্টগ্রামে দুই হাজার ৫০০ মেগাওয়াট ফার্নেস অয়েল ও ডুয়েল ফুয়েল-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নবায়নযোগ জ্বালানির আওতাধীনে বাঙাল হালিয়ায় ৬০ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছে। এছাড়া কাপ্তাইয়ে ৭ দশমিক ৪ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট বসানোর কাজও চলমান আছে; কাজ সমাপ্তের পর ওই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

অনুসন্ধানে জানা গেছে, এদিকে বিদ্যুৎ বিতরণ দক্ষিণাঞ্চলে হেলদি গ্রিড নেটওয়ার্ক তৈরির জন্য সাতটি প্রকল্পের মাধ্যমে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে পাঁচ হাজার এমভিএ ক্ষমতার ১৫টি গ্রিড উপকেন্দ্র, ৪০০ কেভি, ২৩০ কেভি, এবং ১৩২ কেভি লাইন নির্মাণের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলকে হলদি গ্রিড নেটওয়ার্কের আওতাভুক্ত করা হচ্ছে। এতে ওই প্রত্যন্ত অঞ্চলে ভোল্টেজ সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ১১০০ কোটি টাকা ব্যয়ে ‘চট্টগ্রাম জোনের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প চলমান আছে। এই প্রকল্পের আওতায় ১৪টি ৩৩/১১ কেভি নতুন উপকেন্দ্র ও আটটি উপকেন্দ্র আপগ্রেডেশন করা হবে। ফলে উপকেন্দ্রের ক্ষমতা প্রায় ৭৫০ এমভিএ বৃদ্ধি পাবে। এছাড়া ১৬৩ কিলোমিটার ৩৩ কেভি, ৩০০ কিলোমিটার ১১ কেভি, ৩০০ কিলোমিটার ১১/০.৪ কেভি নতুন লাইন নির্মাণ করা হচ্ছে। ২৬৭ কিলোমিটার ৩৩ কেভি, ১০০ কিলোমিটার ১১ কেভি, ৩০০ কিলোমিটার ১১/০.৪ কেভি লাইন নবায়ন করা হচ্ছে। দেড় হাজার ১১/০.৪ কেভি ২৫০ কেভিএ বিতরণ ট্রান্সফরমার স্থাপনসহ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দ্বীপ উপজেলাকে জাতীয় গ্রিডে সংযুক্ত করার কাজ চলমান আছে। এই প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রাম অঞ্চলে আরো পাঁচ লাখ নতুন গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, তিন পার্বত্য জেলার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে প্রায় ৫৭০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় তিন পার্বত্য জেলায় ১২টি ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মাণ, চারটি উপকেন্দ্র আপগ্রেডেশন, ২৫২ কিলোমিটার ৩৩ কেভি, ৪৭০ কিলোমিটার ১১ কেভি, ২৩০ কিলোমিটার ১১/০.৪, ৩৬০ কিলোমিটার ০.৪ কেভি লাইন এবং ১৭৭টি থ্রি ফেইজ ট্রান্সফরমার, ১৫০টি সিঙ্গেল ফেইজ ট্রান্সফরমার স্থাপনের কাজ চলমান আছে।

অন্যদিকে, ২০৩০ সাল উপযোগী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে প্রায় দুই হাজার ৭০০ কোটি টাকার ডিপিপি প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন। এই প্রকল্পের অধীনে ৩৪টি ৩৩/১১ কেভি নতুন উপকেন্দ্র নির্মাণ, সাতটি ৩৩/১১ কেভি উপকেন্দ্র আপগ্রেডেশন, ১২৮.৫ কিলোমিটার ৩৩ কেভি, ৬০০ কিলোমিটার ১১ কেভি, ৮০০ কিলোমিটার ১১/০.৪ কেভি, এক হাজার কিলোমিটার ০.৪ কেভি নতুন লাইন নির্মাণ করা হবে। এছাড়া ৫৮ কিলোমিটার ৩৩ কেভি, ৩০০ কিলোমিটার ১১ কেভি, ৪০০ কিলোমিটার ১/০.৪ কেভি এবং ৮০০ কিলোমিটার ০.৪ কেভি লাইন নবায়ন করা হবে। ৪৯৮.৩ কিলোমিটার ৩৩ কেভি এক্সএলপিই, ৩০ কিলোমিটার ৩৩ কেভি এক্সএলপিই এবং ৩১ কিলোমিটার ১১ কেভি এক্সএলপিই আন্ডারগ্রাউন্ড কপার ক্যাবল স্থাপন এবং তিন হাজার ৮১২টি ১১/০.৪ কেভি, ২৫০ কেভিএ এবং এক হাজারটি ১১/০.২৩ কেভি, ৫০ কেভিএ ট্রান্সফরমার স্থাপন করা হবে। ফলে বিতরণ সিস্টেমের উন্নয়নের মাধ্যমে গ্রাহককে মানসম্মত, সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও নতুন গ্রাহক সৃষ্টি করা সম্ভব হবে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলেছেন, চট্টগ্রামের কর্ণফুলী, বোয়ালখালী ও সীতাকুণ্ড উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষ হয়েছে। পটিয়া ও হাটহাজারী উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়া সাতকানিয়া ও চন্দনাইশে আগামী মে মাসে শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষ হবে। কক্সবাজার সদর, রামু, চকরিয়া, লামা ও নাইক্ষ্যছড়ি উপজেলার অবিদ্যুতায়িত এলাকায় শতভাগ বিদ্যুতায়নের কাজ আগামী জুন মাসে শেষ হওয়ার কথা আছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিদ্যুৎ খাত,চট্টগ্রাম,উন্নয়ন,মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist