reporterঅনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি, ২০১৮

পদ্মা সেতুর অগ্রগতি ৫৬ শতাংশ

দেশের সবচেয়ে বড় অবকাঠামো নির্মাণ প্রকল্প পদ্মা সেতুর মূল কাজের অগ্রগতি হয়েছে ৫৬ শতাংশ। আজ শনিবার দুপুর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলেছে। পদ্মা সেতু এখন স্বপ্নের সীমানা পেরিয়ে। এ পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সর্বাধিক অগ্রগতি ৫১ দশমিক ৫ শতাংশ ও মূল কাজের অগ্রগতি হয়েছে ৫৬ শতাংশ। আজ পৌনে ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীম-ল ইউনিয়নের মাওয়া চৌরাস্তা সংলগ্ন পদ্মা সেতু প্রকল্প এলাকায় পরিদর্শন করেন তিনি। এদিকে ০২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া যাওয়ার পথে পদ্মা সেতু এলাকা পরিদর্শন করার কথা রয়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (নদী শাসন) শরিফুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। মন্ত্রী বলেন, আগামী ৪-৫ দিনের মধ্যে দ্বিতীয় স্প্যান বসবে। মাওয়া প্রান্তে আরো ১০টি স্প্যানের সাপ্লিমেন্টারির কাজ চলছে। পদ্মা সেতুর নির্মাণ কাজ এখন দৃশ্যমান। খুব আনপ্রেডিক্টেবল সেতু এটি। নিচে যে সয়েল কন্ডিশন সেটা পরিমাপ করা চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু আমাদের এক্সপার্টরা তাও করে দেখাচ্ছে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পদ্মা সেতু,অগ্রগতি ৫৬ শতাংশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist