ক্রীড়া ডেস্ক

  ১৫ জুলাই, ২০১৮

‘স্বপ্নপূরণ করতে চাই’

২০ বছর আগে শেষবার বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। আবারও ফরাসিদের সামনে সোনালি ট্রফির হাতছানি। আজ মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে স্বপ্নের ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারুণ্যে ঠাসা দলটি। খেলোয়াড় হিসেবে দেশকে উপহার দেওয়া দিদিয়ের দেশম পুরো দলটিকে গেঁথেছেন একই সুতোয়।

ফাইনালের নিজের পরিকল্পনার পাশাপাশি এই কিংবদন্তি আস্থা রেখেছেন শিষ্যদের সামর্থের ওপর, ‘আমাদের খেলোয়াড়দের মধ্যে যে স্পিরিট রয়েছে তা দিয়ে তারা পাহাড়ও ঠেলে নিয়ে যেতে পারবে। সবাই বেশ তরুণ। আগামী দুই-চার বছরে তারা আরো শক্তিশালী ও ধারালো হবে। আমরা কেবল চ্যাম্পিয়ন হওয়ার একটি সুযোগ তৈরি করেছি। এখনো জিততে পারিনি। আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে চাই।’

সেমিফাইনালে অনেকটা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে বেলজিয়ামকে বিদায় করেছিল ফ্রান্স। ওই ম্যাচে ফরাসিদের খেলার ধরন নিয়ে চটেছিল বেলজিয়ানরা। কিন্তু কে কী বলল তাতে কিছু যায় আসে না দলটির ফরওয়ার্ড অ্যান্তনি গ্রিজম্যানের। ফরাসি এই ফরোয়ার্ডের মনে এখন যেকোনো মূল্যে শুধুই বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

গত মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছিল দেশমের ফ্রান্স। ওই ম্যাচ শেষে ফরাসিদের কৌশলের সমালোচনা করে বেলজিয়ামের গোলরক্ষক থিবাউট কোর্তোয়া বলেছিলেন, ‘ফ্রান্স ফুটবলবিরোধী। ওদের কাছে এভাবে হারার চেয়ে ব্রাজিলের কাছে হারাই ভালো ছিল।’ কোর্তোয়া কথার জবাবে গ্রিজম্যান বলেছেন, ‘আপনার কী মনে আছে গত মৌসুমে আপনি চেলসির হয়ে বার্সেলোনা ফুটবলার খেলেছিলেন? যাহোক, আমি এসব পরোয়া করি না। এ ব্যাপারে আমাকে কিছু বলবেনও না। আমরা এখন শুধুই ফাইনাল নিয়ে ভাবছি।’

ফ্রান্সের জার্সিতে দ্বিতীয় সেরা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছেন গ্রিজম্যান। ফাইনালে আগে তিনি বলেছেন, ‘আমার সব চাওয়া, এই জার্সিতে আরেকটা তারকা। আমরা এটা কীভাবে পাবো সেটা নিয়ে আমি ভাবি না। আমি এটা চাই। ফ্রান্সের জার্সিতে দ্বিতীয় সেরা ফুটবলার হতে চাই আমি।’

গ্রিজম্যান চাইতেই পারেন। কিন্তু তার আশাটা পূরণ হবে তো? ক্রোয়েশিয়া তো খুব করেই চাইবেন তার স্বপ্নটা ভেঙে চৌচির করে দিতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist