বিজয়ের উৎসবে

  ১৬ ডিসেম্বর, ২০১৮

আদ্যনাথ ঘোষ

দিগন্ত জুড়ে আঁধার অমানিশা

লুণ্ঠিত মায়েদের সম্ভ্রম

কী নিদারুণ সন্ত্রাস! হায়েনাদের নৃশংসতা

চারদিকে লাশ আর লাশ;

এ শুধুই লাশের ভাগাড়-

কুকুরÑশৃগাল আর মরিখেকো

শকুনের উৎসবের তা-ব

এই গহীন বিষণœ রাত্রির কালো সমুদ্দুর পেরিয়েÑ

উদ্ধত রাইফেলÑমেশিনগান আর গ্রেনেডের

বিভৎস ধমকের সাথে ঝাঁপিয়ে পড়েছিলÑ

লাল সবুজের নিশান উড়িয়ে মুক্তিসেনারা

মহামুক্তির হেরাক্লেসের বেশে

দেশপ্রেমের স্বর্গীয় প্রত্যয়ে।

‘এবারের সংগ্রামÑমুক্তির সংগ্রাম।

এবারের সংগ্রামÑস্বাধীনতার সংগ্রাম।।’

সেই বজ্রকণ্ঠের সাহসী উচ্চারিত কবিতার ধনুবাণে

কত যে রক্তের সাগর পাড়ি দিয়ে

মাতৃভূমির জন্য বাংলার সূর্য সন্তানেরা

নিজেদের করেছিল উৎসর্গ।

সবকিছু ধুয়েমুছে হৃদপি-ের রক্ত ক্ষরণে

মা, মাটি আর পূর্বপুরুষের ঋণ করতে

জুলুমের ধ্বংসস্তূপে শান্তির পতাকা উড়িয়ে

স্বস্তির নিশ্বাস ফেলেছিল বিজয়ের উৎসবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close