অসমাপ্ত কবিতা

  ১৬ ডিসেম্বর, ২০১৮

সোহরাব পাশা

মৃত্যু এক অসমাপ্ত শিল্প

স্বপ্নশূন্য ফেরারি জীবন

আলোর শেকড় ছেঁড়া

দীর্ঘ অন্ধকারে মার্ক্সের বন্টনসূচি

চশমায় ঘনীভূত মেঘ, দাপাদাপি

কুয়াশার

খোয়া যায় কারো শেষ পারানির কড়ি,

মেঘলা দুপুর কাঁপে শঙ্কিত আলোকে

নীলকণ্ঠ পাখি তিন সন্ধ্যের পরেও

ফেরেনা, দূর অনন্তে ওড়ে;

নিরপেক্ষ অন্য পক্ষে শুদ্ধ পক্ষপাত

দুঃখেরা জন্মান্ধ চিরকাল

আর্তনাদে ব্যবহৃত হয় মানুষের মধ্যবর্তী

লোভ, তৈরি করে উন্মাদ মৃত্যুর করুণ কোলাজ,

আগুনের খোলা ঝাঁপি তার নিঃস্ব বুকে,

তৃষ্ণার ভেতর কাঁপে অমারাত্রির বিষণœ ঢেউ

অন্ধ, তবু স্বপ্ন হারাতে চায়না কেউ;

যে গল্পের শেষ নেই, শুরু তার অন্ধ অন্ধকারে

অজ¯্র স্মৃতির বোবা কান্নার আরণ্যক জীবন

ফিরে যায় একা অচেনা নির্জন পথে,

মুছে যায় তার প্রণয় হাসির ছোট ছোট দাগ,

অপ্রাপ্তির গোপন বাসনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close