নিজস্ব প্রতিবেদক

  ১২ ডিসেম্বর, ২০১৭

‘উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হব ২০২৪ সালে’

দারিদ্র্যসীমার নিচের কোটি মানুষের অংশগ্রহণ না থাকলে উচ্চ মধ্যম আয়ের দেশে যেতে সমস্যা হবে

বাংলাদেশের দারিদ্র্যের হার ২০২৪ সালের মধ্যেই ১০ শতাংশের নিচে নামিয়ে আনার আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ২০৩০ সালের মধ্যে আমাদের দারিদ্র্যহার ১০ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্য, কিন্তু আমরা তা ২০২৪ সালের মধ্যেই নামিয়ে আনতে সক্ষম হব। তখন আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হব। সম্প্রতি ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইজিএম) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আশার কথা শোনান অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক অর্থসচিব, বর্তমানে বিআইজিএমের মহাপরিচালক ড. মোহাম্মদ তারেক। অনুষ্ঠানে আলোচনায় সরকারি নীতিগ্রহণের ক্ষেত্রে স্পষ্ট ও সুনির্দিষ্ট কৌশল থাকার ওপর জোর দেওয়া হয়। দারিদ্র্য বিমোচনে সঠিক ও যথাযথ নীতি কৌশল গ্রহণের ওপর গুরুত্ব দিয়ে মুহিত বলেন, ওই সময়ে (২০২৪ সাল) মোট দেশজ উৎপাদনে ওই এক কোটি মানুষের (দারিদ্র্যসীমার নিচে) অংশগ্রহণ না থাকলে উচ্চ মধ্যম আয়ের দেশে যেতে আমাদের সমস্যা হবে। তাই ধারাবাহিকভাবে দারিদ্র্যবিমোচন কার্যক্রম এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ৬০ লাখের মতো প্রতিবন্ধী রয়েছে। এসব প্রতিবন্ধীর প্রায় সরকারের ওপর নির্ভরশীল থাকবে। এ ছাড়াও বিধবা ও বয়স্ক নর-নারীসহ আরো একটা অংশ দারিদ্র্যসীমার নিচে থাকবে। তাদের জন্য সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist