প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৯ নভেম্বর, ২০১৭

মুম্বাইয়ে ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে বাংলাদেশ

ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে। ভারতের মুম্বাই শহরে ১৬ ও ১৭ নভেম্বর এই এক্সপো অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ডব্লিউটিসি) মুম্বাই এবং অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অব ইন্ডাস্ট্রিজের (এআইএআই) উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এ ইভেন্টে ৩৭টি দেশ, ৫টি ভারতীয় রাজ্য সরকার এবং ৩০টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. অরুণ কুমার পান্ডা। এ ছাড়া উপস্থিত ছিলেন মুম্বাইয়ের কন্স্যুলার কোরের ডিন ড. নরবার্ট রেভাই বেড়ে (হাঙ্গেরির কনসাল জেনারেল), বৈদেশিক বাণিজ্যবিষয়ক ডিরেক্টরেটের মহাপরিচালক ড. সোনিয়া শেঠি, কেভিআইসির চেয়ারম্যান ভিনাই কুমার সাক্সেনা এবং অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অব ইন্ডাস্ট্রিজের (এআইএআই) প্রেসিডেন্ট ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভাইস চেয়ারম্যান বিজয় কালান্তারি। ভিডিও বার্তা প্রদান করেন ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ভারতে বাংলাদেশে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সুযোগ সম্প্রসারনের লক্ষ্যে বাংলাদেশ এই এক্সপোতে অংশ নেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist