নিজস্ব প্রতিবেদক

  ১৫ নভেম্বর, ২০১৭

স্বর্ণের বৈশ্বিক চাহিদা আট বছরে সর্বনিম্ন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা কমেছে। গত আট বছরের মধ্যে চাহিদা চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সর্বনি¤œ অবস্থানে নেমে এসেছে। এর আগের বছরের একই সময়ের তুলনায় তা ৯ শতাংশ কম। গত কয়েক বছরের মধ্যে শুধু ২০১৫ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা বেড়েছিল। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ডব্লিউজিসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে স্বর্ণের মোট বৈশ্বিক চাহিদা ছিল ৯১৫ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮৬ দশমিক ১ টন বা ৯ শতাংশ কম। ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকে মূল্যবান ধাতুটির মোট বৈশ্বিক চাহিদা ছিল এক হাজার ১ দশমিক ১ টন। আট বছরের মধ্যে তৃতীয় প্রান্তিকে এটি পণ্যটির সর্বনিম্ন বৈশ্বিক চাহিদা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist