চাঁদপুর প্রতিনিধি

  ২৩ অক্টোবর, ২০১৭

ইলিশ ধরা শুরু

ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা গতকাল রোববার মধ্যরাতে শেষ হয়েছে। রাত ১২টার পর থেকেই চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ মাছ ধরতে নেমেছেন জেলেরা। তবে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ইলিশ ধরতে পারবেন না জেলেরা। চাঁদপুর জেলা মৎস্য অফিসার মো. সফিকুর রহমান জানান, এখন নদীতে মাছ ধরতে কোনো আইনি বাধা নেই। মাছ ধরতে পারার খবরে জেলেপাড়ায় চলছে আনন্দ উৎসব।

মাছ ধরা নিষিদ্ধ চলাকালে এ বছর চাঁদপুর জেলায় জেলেদের মধ্যে খাদ্য-সহায়তার আওতায় ৩৬ হাজার ৫৭৫ জন জেলে পরিবারের জন্য ৭৩১.৫ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। অন্যদিকে চাঁদপুর জেলা প্রশাসক মো. আবদুস সবুর ম-লের নেতৃত্বে এ বছর নদীতে ইলিশ রক্ষায় ব্যাপক অভিযান পরিচালনা করতে দেখা গেছে। প্রশাসন অনেকাংশে ইলিশ রক্ষায় সফল হয়েছে বলে জানায় জেলা ইলিশ রক্ষা ট্রাস্কফোর্স। অধিকাংশ জেলেরা সহযোগিতা করেছেন বলেও জানান তারা। সব উপজেলা নির্বাহী অফিসার, ম্যাজিস্ট্রেট, নৌ-পুলিশ, কোস্টগার্ড, জনপ্রতিনিধিরাও দিনরাত পরিশ্রম করে ইলিশ রক্ষায় কাজ করেছেন বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist