নিজস্ব প্রতিবেদক

  ১৯ অক্টোবর, ২০১৭

বেড়েছে আমন ধানের উৎপাদন ব্যয়

চলতি আমন মৌসুমে ধানের উৎপাদন ব্যয় গত বছরের চেয়ে ৫ টাকা ৬৩ পয়সা ও চালের ৮ টাকা ২ পয়সা বেড়ে গেছে। এবার প্রতি কেজি আমন ধানের উৎপাদন ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৪ টাকা ৬৩ পয়সা। চালের উৎপাদন ব্যয় ৩৭ টাকা ০২ পয়সা। গত বছর ধানের উৎপাদন ব্যয় ছিল ১৯ টাকা ও চালের ২৯ টাকা।

আমনের এ উৎপাদন মূল্য নির্ধারণ করেছে কৃষি মন্ত্রণালয়। সম্প্রতি ২০১৭-১৮ অর্থবছরে আমন ফসলের উৎপাদন ব্যয় প্রাক্কলন, সংক্রান্ত এক সভায় এ খরচ নির্ধারণ করা হয়। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নীতি, পরিকল্পনা ও সমন্বয়) মোহাম্মদ নজমুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। এ সভায় সংশ্লিষ্ট সব দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উৎপাদন ব্যয়ের তথ্য জানিয়ে নজমুল ইসলাম বলেন, ‘জৈব সার, শ্রমের মজুরি (পারিবারিক ও ভাড়াকৃত শ্রম), জমি কর্ষণ বাবদ খরচ, সেচ ও ধান থেকে চাল করার মিলিং খরচ (সিদ্ধ ও পরিবহনসহ) বিবেচনায় নিয়ে চলতি অর্থবছরের আমনের উৎপাদন ব্যয় নির্ধারণ করা হয়েছে।’

কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এবার বন্যার কারণে কোনো কোনো জেলার কৃষককে দু’বার আমন চারা রোপণ করতে হয়েছে। এ ছাড়া ব্লাস্ট রোগের কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। দেশের বাজারে গত কয়েক মাসে চালের দাম কয়েকগুণ বেড়েছে। চালের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সরকার নানা উদ্যোগ নিলেও সেভাবে কমেনি চালের দাম। এখন মোটা চালের কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকার ওপর। তবে বলা হচ্ছে, আমন চাল বাজারে এলে দামে বড় ধরনের প্রভাব পড়বে। কিন্তু আমনের উৎপাদন মূল্য বেশি বেড়ে যাওয়ায় তা চালের দামে কতটা প্রভাব ফেলতে পারবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আগামী নভেম্বর মাসের শুরুতে আমন কাটা শুরু হবে। কৃষকরা যাতে ফসলের ন্যায্যমূল্য পান এ জন্য আগেই ধান ও চালের উৎপাদন মূল্য নির্ধারণ করে দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist