নিজস্ব প্রতিবেদক

  ১৯ অক্টোবর, ২০১৭

বাজার মূলধন বেড়েছে ৩৪৫ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার সূচক ও লেনদেন কমলেও বেড়েছে বাজার মূলধন। গতকাল বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৬ হাজার ১২৪ কোটি টাকা। এদিকে গতকাল পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন শুরু থেকেই উত্থান-পতনে চলতে থাকে লেনদেন। শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যাহত হয় বাজার। গতকাল সূচক কিছুটা কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনও কিছুটা কমেছে। গতকাল দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৫২৮ কোটি টাকা। দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করে ৬০২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করে ২১৭৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৪১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর, যা টাকায় লেনদেন হয়েছে ৫২৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist