নিজস্ব প্রতিবেদক

  ১০ অক্টোবর, ২০১৭

আট টাকার ডিম তিন টাকা!

প্রতি পিস ডিম মাত্র তিন টাকা! এক হালি ডিম মাত্র ১২ টাকা। আগামী ১৩ অক্টোবর বিশ্ব ডিম দিবসে দিনব্যাপী এই দামে ডিম কেনার সুযোগ মিলবে। ফার্মগেটে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে ডিমমেলার আয়োজন করা হয়েছে। মেলা শুরু হবে সকাল ১০টা থেকে। চলবে দুপুর ১টা পর্যন্ত। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবং প্রাণিসম্পদ অধিদফতর যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। অধিদফতর সূত্রে জানা গেছে, মেলায় বাজারদরের চেয়ে অর্ধেকেরও কম দামে ডিম বিক্রি করা হবে।

অর্থাৎ বাজারে যে ডিম প্রতি পিস আট টাকা করে বিক্রি হয়, সেটি মেলায় বিক্রি হবে প্রতি পিস তিন টাকা করে। একজন ভোক্তা মেলায় সর্বোচ্চ ৯০টি ডিম কিনতে পারবেন। সূত্র জানায়, মেলায় বড় বড় পোলট্রি ফার্ম, ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, ডিম দিয়ে নানা ধরনের খাবার প্রস্তুতকারক কোম্পানিগুলো অংশ নেবে। এ ছাড়া অর্গানিক ডিম উৎপাদকরাও মেলায় অংশ নেবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist