আগরতলা প্রতিনিধি

  ২৬ সেপ্টেম্বর, ২০১৭

ত্রিপুরার সঙ্গে ১০ দিন বাণিজ্য বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে টানা ১০ দিন ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বন্ধ। তবে ২৮ ও ২৯ সেপ্টেম্বর ত্রিপুরা বাংলাদেশ থেকে মাছ আমদানি করবে। এছাড়া পূজার সময় রাজ্যের দুই সাপ্তাহিক সীমান্ত হাট খোলা থাকবে। জানা গেছে, আজ মঙ্গলবার থেকে ৫ অক্টোবর আগরতলা-আখাউড়াসহ ত্রিপুরার আটটি স্থলবন্দর দিয়ে কোনো মালামাল আমদানি-রপ্তানি হবে না। তবে দশমীর দিন ত্রিপুরায় মাছের চাহিদা মাথায় রেখে বৃহস্পতিবার ও শুক্রবার মাছ আমদানি হবে। এদিকে ত্রিপুরার থেকে সংশ্লিষ্টরা জানা, ১০ দিন ব্যবসা বন্ধ থাকার কারণে প্রায় ২০ কোটি রুপি বাণিজ্যিক ক্ষতি হবে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্থলবন্দর দিয়ে যাত্রী যাতায়াত চলবে। আগরতলা স্থলবন্দর কর্মকর্তারা জানান, স্থলবন্দর খোলা থাকছে। কারণ পূজার সময় বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ত্রিপুরায় ঠাকুর দেখতে আসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist