নিজস্ব প্রতিবেদক

  ২৫ সেপ্টেম্বর, ২০১৭

মূলধনি যন্ত্রপাতি আমদানি বাড়ছে

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বেড়েছে শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় মূলধনি যন্ত্রপাতি আমদানি। এ সময় যন্ত্রপাতি আমদানির জন্য ৪৪ কোটি ৩৯ লাখ ডলারের এলসি খোলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২০১৬-১৭ অর্থবছরের জুলাই মাসে ২৬ কোটি ২৯ লাখ ডলারের এলসি খোলা হয়েছিল। পদ্মা সেতুসহ দেশের কয়েকটি বড় প্রকল্পের কাজ চলায় শিল্পায়নে গতি এসেছে। ফলে মূলধনী যন্ত্রপাতি আমদানি বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে প্রযোজ্য মূল্য সংযোজন কর (ভ্যাট/মূসক) অব্যাহতি সুবিধা বাতিল করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সই করা নতুন আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। ১৩ সেপ্টেম্বর থেকে আদেশটি কার্যকর ধরা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist