নিজস্ব প্রতিবেদক

  ২৫ সেপ্টেম্বর, ২০১৭

করের আওতায় আনতে

রেস্তোরাঁ ও বিউটি পার্লার জরিপ শুরু

দেশের সব ধরনের হোটেল রেস্তোরাঁ ও বিউটি পার্লারকে আয়করের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব রোর্ড (এনবিআর)। এ জন্য আয়করের বাইরে থাকা হোটেল রেস্তোরাঁ ও বিউটি পার্লার শনাক্ত করার ব্যবস্থা নেয়া হয়েছে। শুরু করা হয়েছে ‘বিশেষ জরিপ’ কার্যক্রম। আগামী অক্টোবর নাগাদ এ জরিপ শেষ হবে বলে আশা করছে এনবিআর। এনবিআর-এর ধারণা, ঢাকা শহরে এ ধরনের প্রায় সাত হাজার প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ প্রতিষ্ঠানের কর ফাইল রয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠানের কর ফাইল আবার অন্য কর অফিসের সঙ্গেও থাকতে পারে। জানা গেছে, ঢাকার কর অঞ্চল ৭-এর আওতায় ইতোমধ্যে তিনটি দল মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। তারা প্রতিষ্ঠানগুলোর আয়-ব্যয় সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। এসব তথ্য যাচাই-বাছাই করার পাশাপাশি তাদের আয়কর সংক্রান্ত অবস্থাও যাচাই করবে এসব দল।

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজধানীতে এ ধরনের প্রতিষ্ঠান দিন দিন বাড়ছে। কিন্তু আমরা ধারণা করছি, এর মধ্যে খুব অল্প সংখ্যক প্রতিষ্ঠানেরই কর ফাইল আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist