নিজস্ব প্রতিবেদক

  ২০ আগস্ট, ২০১৭

এলটিইউ ভ্যাট আদায় ৩৬ হাজার কোটি টাকা

২০১৬-১৭ অর্থবছরে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ভ্যাট আদায় হয়েছে ৩৬ হাজার ১৭৩ কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় এর প্রবৃদ্ধি ২১ দশমিক ৫৯ শতাংশ। বড় বড় শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা এই ইউনিট (এলটিইউ) এ ভ্যাট দিয়ে থাকেন। সম্প্রতি সেগুনবাগিচায় এলটিইউ এক অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

এলটিইউর কমিশনার মো. মতিউর রহমান জানান, এলটিইউয়ের বেশকিছু সীমাবদ্ধতা থাকার পরও সবার সহযোগিতায় ২০১৬-১৭ অর্থবছর ৩৬ হাজার ১৭৩ কোটি টাকার ভ্যাট আহরণ সম্ভব হয়েছে। বিদায়ী অর্থবছরে এলটিইউ লক্ষ্যমাত্রার চেয়ে ৭৯৯ কোটি টাকা বেশি আদায় হয়েছে। আর প্রবৃদ্ধি হয়েছে ২১.৫৯ শতাংশ। এটি এলটিইউয়ের ইতিহাসে সর্বোচ্চ প্রবৃদ্ধি বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist