নিজস্ব প্রতিবেদক

  ১৭ আগস্ট, ২০১৭

ঋণ পাচ্ছেন ১১ হাজার দুগ্ধ খামারি

প্রাণ ডেইরির সঙ্গে চুক্তিবদ্ধ চার জেলার ১১ হাজারের বেশি খামারিকে ঋণ দেবে সোনালী ব্যাংক লিমিটেড। গতকাল বুধবার প্রাণ ডেইরির মূল প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে সোনালী ব্যাংকের এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রাণের পক্ষে গ্রুপের পরিচালক উজমা চৌধুরী এবং ব্যাংকের মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী অনুষ্ঠানে জানান, প্রাণের চুক্তিবদ্ধ খামারিদের গাভী কেনা, শেড স্থাপন, মিল্কিং মেশিন, চপার মেশিন, দুধ বহনের অ্যালুমিনিয়াম ক্যানসহ খামার ব্যবস্থাপনার আধুনিক যন্ত্রপাতি কিনতে এ ঋণ দেওয়া হবে। প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদকে উদ্বৃত করে বলা হয়, প্রাণ ডেইরির দেওয়া তালিকা অনুযায়ী তাদের চুক্তিবদ্ধ খামারিদেরকে এ ঋণ দেওয়া হবে। খামারিদের জন্যে জামানতবিহীন ঋণসীমা ৫০ হাজার টাকা থেকে দুই লাখ টাকা এবং জামানতসহ ঋণসীমা তিন লাখ থেকে দশ লাখ টাকা। খামারিরা ঋণ পরিশোধের জন্য তিন থেকে পাঁচ বছর সময় পাবেন বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist