মৌলভীবাজার প্রতিনিধি

  ১৬ আগস্ট, ২০১৭

অতিবৃষ্টিতে চায়ের উৎপাদন ব্যাহত

উৎপাদন কমায় শ্রমিকরাও মজুরি পাচ্ছেন কম

মৌলভীবাজারে প্রাকৃতিক দুর্যোগে ব্যাহত হচ্ছে চায়ের গড় উৎপাদন। ফলে শ্রমিকরাও মজুরী পাচ্ছে কম। এতে দেশের অন্যতম অর্থকরী ও সম্ভাবনাময় চা শিল্প ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারে চা বাগান রয়েছে ৯২টি। বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট— বিটিআরআইয়ের তথ্যমতে, ২০১৬ সালে দেশে সর্বোচ্চ ৮৫ দশমিক শূন্য-পাঁচ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। যা ১৬২ বছরের ইতিহাসে নতুন রেকর্ড। তবে এ বছর আবহাওয়া বিরূপ। গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত মৌলভীবাজার জেলায় মোট ২ হাজার ২৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অন্য বছরগুলোর তুলনায় অনেক বেশি। বাগান ব্যাবস্থাপকরা জানান, প্রতিদিন কমপক্ষে ১১ ঘণ্টা সূর্যের আলোর প্রয়োজন হয় চা-গাছের। অতিবৃষ্টির কারণে তা না পাওয়ায় এবার লক্ষ্যের চেয়ে ২০ শতাংশ পিছিয়ে রয়েছে চায়ের গড় উৎপাদন। উৎপাদন কমায় শ্রমিকরাও মজুরি পাচ্ছেন কম বলে জানান এক চা শ্রমিক। বৃষ্টিপাত অব্যাহত থাকলে সেপ্টেম্বরের শেষের দিকে উৎপাদন আরও কমতে পারে। দেশের মোট ১৬৩টি ছোট বড় চা-বাগান রয়েছে। আর এই শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় ১২ লাখ মানুষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist