নিজস্ব প্রতিবেদক

  ১৬ আগস্ট, ২০১৭

একটি বাড়ি একটি খামার

ঋণের টাকা অনুদান হিসেবে দেখানো হয়েছে চিহ্নিত!

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের প্রতিটি সমিতিতে কৃষির বিভিন্ন বিষয়ভিত্তিক কর্মী সৃজনের প্রশিক্ষণ না দেওয়া এবং প্রশিক্ষিত কর্মীদের বাড়িতে খামার তৈরি না করায় বরাদ্দকৃত ঋণের অর্থ প্রকল্প বাস্তবায়নের শেষ সময়ে এসে অনুদান হিসেবে চিহ্নিত করার উদ্যোগ নিয়েছেন প্রকল্প পরিচালক। আর এই উদ্যোগকে ক্ষতিকর বলে চিহ্নিত করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি প্রকল্প পরিচালককে সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত রাখতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ড. মিহির কান্তি মজুমদার। তিনি বলেছেন, অনুদান তহবিলে স্থানান্তর করলে পল্লী সঞ্চয় ব্যাংকের ৮ শতাংশ সুদে ঋণ বিতরণ ও বর্তমানে বিতরণ করা ঋণ আদায় কষ্টসাধ্য হয়ে যাবে। এবিষয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানা বলেন, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রদর্শনী খামার তৈরির মাধ্যমে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সদস্যদের দক্ষতা ও প্রযুক্তি বিনিময় কার্যক্রমের জন্য সরকারের ‘ঘূর্ণায়মান ঋণ তহবিল’ নামে ৩ হাজার ৩১ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist