চাঁদপুর প্রতিনিধি

  ১৪ আগস্ট, ২০১৭

দুই মাস হতাশ করে মেঘনায় ধরা দিল ইলিশ

ইলিশের মৌসুম হলেও এতদিন মেঘনার মোহনায় ইলিশ দেখা যায়নি। দীর্ঘ অপেক্ষার পর এখন ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ঘাটে আমদানি বাড়ায় বেশ খুশি জেলে ও ব্যবসায়ীরা। দাম কম হওয়ায় মাছের বিক্রিও হচ্ছে বেশি।

মৌসুমের শুরুতে ইলিশ না পাওয়ায় গত দুমাস হতাশায় ছিল জেলেরা। কিন্তু এক সপ্তাহ ধরে জালে উঠছে ঝাঁকে ঝাঁকে মাছ। ইলিশ ধরা পড়ায় ক্ষতি পুষিয়ে ওঠার আশা করছে জেলেরা। ব্যবসায়ী ও আড়ৎদাররাদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। ইলিশের চালান আরো বাড়বে বলেও জানান ব্যবসায়ীরা। আগের চেয়ে মাছের দাম কম। তাই বিক্রিও বেশী। মাছ কিনে ক্রেতার মুখেও হাসি।মৎস্য বিভাগ বলছে, বৃষ্টি ও নদীতে খাদ্য তৈরি হওয়ায় সাগর থেকে নদীর মোহনায় আসতে শুরু করছে মাছ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist