নিজস্ব প্রতিবেদক

  ১৪ আগস্ট, ২০১৭

অ্যান্টি-ডাম্পিং শুল্ক তুলে নিতে ভারতকে প্রস্তাব দেবে সরকার

পাটজাত পণ্য রফতানিতে ভারতকে তাদের আরোপ করা অ্যান্টি-ডাম্পিং শুল্ক তুলে নেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বাংলাদেশ। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্কারোপের কারণে বাংলাদেশি পাটশিল্পে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করে আসছেন সংশ্লিষ্টরা। এ আশঙ্কা থেকেই ভারত সরকারের ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হবে। ট্যারিফ কমিশন জানিয়েছে, এ সমস্যা সমাধানে সরকার নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছরের ৫ জানুয়ারি বাংলাদেশি পাটপণ্যে বিভিন্ন হারে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করে ভারত। অ্যান্টি ডাম্পিংয়ের বিরূপ প্রভাব পড়তে শুরু করে বাংলাদেশের রফতানি আয়েও। দেশীয় বাজার সুরক্ষায় বিদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক অ্যান্টি-ডাম্পিং শুল্ক নামে পরিচিত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist